উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১১ ই অক্টোবর ২০২১ : সোমবার : যানজট এড়াতে অবৈধ টোটো বিরুদ্ধে পথে নামলো জলপাইগুড়ি সদর ট্রাফিক থানার পুলিশ। পুজোর মরসুমে ভিড় এড়াতে বে-আইনি টোটো ধরপাকড় শুরু করে।
নির্দেশিকা সত্ত্বেও যে সমস্ত টোটো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে টোটোতে করে ওভারলোডিং এবং পণ্য পরিবহন করছে তাদের বিরুদ্ধে পথে নামে পুলিশ। মূলত ওভার লোডিং ও পন্য পরিবহন করার ফলে যখন তখন শহরের রাস্তায় দূর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে যার ফলে পুজোর মৌসুমে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন প্রশাসন।