উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১১ ই অক্টোবর ২০২১ : সোমবার : ছবি আকার ঝোক থেকেই ল’এর ছাত্র তৈরি করে ফেলল দুর্গা প্রতিমা। জলপাইগুড়ি নিউটাউন পাড়ার বাসিন্দা কুনাল বিশ্বাস। ছোট থেকেই সে ছবি আঁকতে খুবই ভালোবাসে।
আর সেই থেকেই এবার সে তৈরি করে ফেলল কাগজ, রাঙতা ও আঠা দিয়ে একটি এক ফিটের দূর্গা প্রতিমা। পুজোর কয়দিন বাড়িতেই রাখবে সেই প্রতিমাটিকে। এক থেকে দেড় মাস ধরে এই ধরনের প্রতিমা সে তৈরি করে। এই কাজ করে সে খুবই খুশি বলে কুনাল বিশ্বাস জানিয়েছে।