উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১১ ই অক্টোবর ২০২১ : সোমবার : পুজোর উদ্বোধন করলেন জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতার আউৎ। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে উপস্থিত আট থেকে আশি সকলে মিলে কোভিটবিধি মেনে সাড়ম্বরে পুজোর উদ্বোধন করলেন। উদ্বোধনের শেষে উপস্থিত সকলকেই লাড্ডু বিতরণ করা হয়।
অন্যদিকে, জলপাইগুড়ি পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারের এ বছরের দূর্গা পূজা ৬৪ তম বর্ষে পদার্পণ করল। সাড়ে তিন লক্ষ টাকা বাজেটের এই পুজো কোভিট বিধি মেনেই পুজো করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। সামাজিক কর্মসূচি রয়েছে ক্লাবের পক্ষ থেকে বলে জানা গেছে। পুজো মণ্ডপ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, করোনাবিধি সহ সেভ ড্রাইভ সেভ লাইফ বিভিন্ন অ্যাওয়ারনেস প্লেকার ফেস্টুন লাগানো হয়েছে।