উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৪ ই অক্টোবর ২০২১ : বৃহস্পতিবার : ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি ঐতিহ্যবাহী ২১১ তম দুর্গাপূজা অনুষ্ঠিত হলো। কোচবিহার রাজ আমলের সময় কাল থেকে এই দুর্গাপূজা হয়ে আসছে, আমগুড়ি এই পূজা বসুনিয়া বাড়ির পুজা নামে পরিচিত, বর্তমানে দুর্গাপূজা করে আসছেন বসুনিয়া পরিবারের বংশধর সুনীল কুমার বসুনিয়া।
রাজবংশী সম্প্রদায়ের সাবেকি আদলে বা পাটানি শাড়ি পরে মা দুর্গাকে সাজানো হয়েছে, রাজবংশী সমাজের আগের মহিলারা পাটানি শাড়ি পড়ে থাকত, তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য মা দুর্গাকে রাজবংশীর কন্যারূপে বা পাটানি শাড়ি পড়ানো হয়েছে, তাতেই রাজবংশী ঐতিহ্য কে ধরে রাখার জন্য মা দুর্গাকে এইরূপে সাজানো হয়েছে। আমগুড়ির এই ঐতিহ্যবাহী পূজাকে ঘিরে মানুষের মত আনন্দের জোয়ার ভেসে ওঠে, বসুনিয়া পরিবারের বর্তমান বংশধর সুনীলকুমার বসুনিয়া এই পূজা করে আসছেন।
মহালয়ার দিন থেকেই বসুনিয়া বাড়ির দূর্গা পুজা শুরু হয়ে যায়, বিশেষ করে অষ্টমীর দিন প্রচুর লোকের সমাগম ও অষ্টমী পূজা দিতে আসে বিভিন্ন এলাকা থেকে মহিলারা। অষ্টমীর দিন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়, নবমীর ও দশমীর দিন মেলা বসে। রাজবংশী সম্প্রদায়ের যাত্রা ও মাত্রা পূজা করা হয়ে থাকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। উত্তরবঙ্গের মানুষ তো আছেই, সুদুর আসাম থেকে আসা বয়োজ্যেষ্ঠ বিদ্বজন মানুষেরাও এই দুর্গাপূজায় অংশগ্রহণ করেন। এক কথায় বলা যায় উত্তরবঙ্গের ঐতিহ্য বাহী পূজা হলো বসুনিয়া বাড়ির পূজা।