উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৫ ই অক্টোবর ২০২১ : শুক্রবার : রাজবংশী ভাষার ত্রৈমাসিক পত্রিকা উজানীর আত্মপ্রকাশ হলো শুক্রবার। এদিন ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বসুনিয়া বাড়ির দুর্গা পূজা কমিটির পূজা প্রাঙ্গনে এই পত্রিকার উন্মোচন হয়। জানা গেছে, এই পত্রিকার ২৮ তম জোড়া সংখ্যা এদিন প্রকাশিত হয়। পত্রিকার উন্মোচন করেন অবসর প্রাপ্ত শিক্ষক ডঃ কৃষ্ণ দেব।