উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৫ ই অক্টোবর ২০২১ : শুক্রবার : জলপাইগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপে শুরু হয়ে গেছে ঠাকুর বিসর্জন। নাচের তালে আট থেকে আশি প্রত্যেকের মেতে উঠেছেন এই বিসর্জনে। এমনই ছবি ধরা পরলো জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাবের পুজোর ভাসানে।