উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৪ শে অক্টোবর ২০২১ : রবিবার : রবিবার সকালে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের ডেমকাঝোড়া চা-বাগানে (প্রোজেক্ট চা-বাগান) আটকে পড়ে প্রায় ৩০ টি হাতির একটি দল। আর এই হাতি দেখতে ভিড় জমে গেলো এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছয় মালবাজার ওয়াইল্ড লাইফের বন কর্মিরা।
জানা গেছে শনিবার রাতে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে খাবারের সন্ধানে বেরিয়েছিলো এই হাতির দলটি। সারারাত ভিভিন্ন জায়গায় ঘুরে জঙ্গলে ফেরার সময় ভোরের আলো ফুটে যাওয়ায় আর জঙ্গলে ফিরতে পারে নি হাতির দলটি। সঙ্গে যে হেতু সাবকও রয়েছে, তাই চা-বাগানের একটি ঝোপের পাশে আশ্রয় নিয়েছে হাতির দলটি। তবে মানুষের চিৎকার চ্যাচামেচিতে বিরক্ত হয়ে হাতির দলটি চা-বাগানের মধ্যেই ছুটাছুটি করছে। বন কর্মিরা ঘটনা স্থলে রয়েছে। যাতে হাতিগুলোকে কোন ভাবে বিরক্ত না করা হয়, সেই জন্য উৎসাহিত মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। বন দপ্তর সুত্রে জানা গেছে, যেহেতু আশেপাশে লোকালয় আছে, তাই সন্ধ্যা হলেও জঙ্গলে ফেরানো হবে হাতির দলটিকে।