উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৫ শে অক্টোবর ২০২১ : সোমবার : গ্যাস সিলিন্ডার ব্লাষ্ট করে উড়ে গেল বাড়ির চাল। ভেঙ্গে গেলো বাড়ির পাকা দেওয়াল। মালবাজার মহকুমার ওদলাবাড়ির হিন্দি স্কুল এলাকার ঘটনা। রবিবার রাত ৮ থেকে নটা নাগাদ এই ভয়াভহ দুর্ঘটনা ঘটে। হিন্দি স্কুল এলাকায় সাহিদ আলির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তবে কপাল ভালো সেই সময় বাড়িতে কেউ ছিলো না।
জানা গেছে, রবিবার ছিল ভারত-পাকিস্থান ম্যাচ। সেই ম্যাচ দেখার জন্য পাশের বাড়ি গিয়ে ছিল সাহিদ আলির বাড়ির লোকজন। আর সেই সময় প্রচন্ড বিকট শব্দে ব্লাষ্ট করে সাহিদ আলির বাড়ির গ্যাসের সিলিন্ডার। আর এতেই এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এসে দেখেন সাহিদ আলীর বাড়ির টিনের চাল উড়ে গেছে। ভেঙ্গে গেছে বাড়ির পাকা দেওয়াল। ছিন্নভিন্ন হয়ে গেছে গ্যাসের সিলিন্ডার এবং বাসনপত্র।
সাহিদ আলী বলেন, রান্নাবাড়ি করে পাশের বাড়িতে বউ সিরিয়াল দেখতে গিয়েছিল। আমিও একটি বাড়িতে খেলা দেখতে গিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমরা ভেবেছিলাম ভারত-পাকিস্থানের খেলার জন্য কেউ পট্কা ফাটাচ্ছে। পরে জানতে পারি আমার বাড়ির গ্যাস সিলিন্ডার ব্লাষ্ট করেছে। ঘরের মধ্যে সেই সময় কেউ ছিল না। তা ছাড়া বাড়ির গ্যাসও বন্ধ ছিল। তা সত্তেও কি ভাবে গ্যাসের সিলিন্ডার ব্লাষ্ট করলো তা বুঝতেই পারছি না। গ্যাস সিলিন্ডার ব্লাষ্টের ফলে সম্পুর্ন বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির টিনের চাল উড়ে গেছে, পাকা দেওয়াল ভেঙ্গে গেছে, জানালা উড়ে গেছে। ঘরের বাসনপত্র ছিন্নভিন্ন হয়ে গেছে।
এলাকার প্রতিবেশি মহম্মদ গোলেমান সহ মহিলাদের বক্তব্য আমরা তখন খেতে বসেছিলাম। হঠাৎ পুরো এলাকা কেপে উঠলো। বাড়ির বাইরে বের হয়ে দেখি, পাশের বাড়ির টিনের চাল আমার বাড়ির সামনে পড়ে আছে। তারপর জানতে পারলাম সিলেন্ডার ব্লাষ্ট করেছে। ভয়ে বাড়ির সিলেন্ডার খুলে রেখেছি। কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো তা ভেবেই পাচ্ছিনা।
