উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৫ শে অক্টোবর ২০২১ : সোমবার : করোনাকালে মাঝে এক বছরের বিরতি। ফের একবার চোখ ধাঁধানো প্যান্ডেল ও আলোর রোশনাই দিয়ে দর্শনার্থীদের নজর কাড়তে বিগ বাজেটের কালীপুজোর আয়োজনের চূড়ান্ত ব্যাস্ততা ওদলাবাড়ির সুভাষপল্লী সর্বজনীনে। নেতাজী সুভাষ অ্যাথলেটিক ক্লাব পরিচালিত এই পুজোর এবারে ৪৪ তম বর্ষ। বিগত বছরগুলোর ট্রাডিশন মেনে এবারও জেলার অন্যতম সেরা আকর্ষন এই পুজোর মূল উদ্যোক্তা রাজ্যের শাসক শিবিরের একাধিক নেতৃত্ব। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটের এই পুজো হচ্ছে।
 
সুভাষপল্লী সর্বজনীন পুজো কমিটির সভাপতি নিকেশ আগরওয়াল এবং সম্পাদক সুকান্ত চৌধুরী ও রাজেশ ছেত্রী বলেন, এ বছর আলোর উৎসব দীপাবলিতে হাজার হাজার এলইডি আলোর রোশনাইয়ে উদ্ভাসিত হতে চলেছে ওদলাবাড়ি। চন্দননগরের আলোক শিল্পীরা তিনটি বিশাল আলোক তোরন তৈরি করার পাশাপাশি একেকটি ২৮ ফুট উচ্চতার ২০ টি কল্কা ও বেশ কিছু মেকানিক্যাল আলোর কারিগরি দর্শনার্থীদের নজর কাড়বে। মন্ডপসজ্জায় একদিকে যেমন বিলুপ্তির পথে এগিয়ে চলা পুরুলিয়ার ছৌ নৃত্যের মুখোশ শিল্পের কারিগরি থাকবে তেমনি মন্ডপের অন্দরমহলে কৃত্রিমভাবে গাছ- গাছালির সমারোহ ও মৌচাকের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হবে।
