উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২৫ শে অক্টোবর ২০২১ : সোমবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : আমবাগানে শৌচকর্ম করতে গিয়েছিল ১১ বছরের বালিকা। একা পেয়ে বালিকার মুখ চেপে ধরে নির্জনে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিবেশী কিশোর বলে অভিযোগ। ঘটনার কথা চাউর হতেই কিশোরকে গাছেরগুঁড়ির সঙ্গে বেঁধে শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে পুলিশ এসে কিশোরকে উদ্ধারের চেষ্টা করলে বাঁধার মুখে পড়তে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় একটি গ্রামের ঘটনা। পরে বাসিন্দাদের বুঝিয়ে পুলিশ ঐ কিশোরকে উদ্ধার করে নিয়ে আসে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কিশোরের প্রাথমিক চিকিৎসা করানো হয়। যদিও বিকেল পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ জানায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিকা স্থানীয় স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। এদিন দুপুরে সে শৌচকর্ম করতে আমবাগানে গিয়েছিল। আমবাগানের পশে পুকুর পাড়ে একা পেয়ে ওই কিশোর তাকে টানা-হেঁচড়া শুরু করে বলে অভিযোগ। হাত দিয়ে মুখ চেপে ধরে। কোনও রকমে কিশোরের হাত ছেড়ে পালিয়ে এসে বালিকা চিৎকার শুরু করলে ছুটে যান বাসিন্দারা। তারা কিশোরকে ধরে একটি গাছেরগুঁড়ির সঙ্গে বেঁধে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু বাসিন্দাদের একাংশের বাঁধার মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশ কিশোরকে থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেবে, ফলে তারাই তার বিচার করবে বলে দাবি জানাতে থাকে। যদিও পুলিশ বাসিন্দাদের বুঝিয়ে কিশোরকে উদ্ধার করে নিয়ে আসে।

বালিকার মা এদিন বলেন, অসৎ উদ্দেশ্যেই মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ছেলেটি। মেয়ে পালিয়ে না আসলে ওর সর্বনাশ হয়ে যেত। আমরা ওর কঠোর সাজা চাই।
