উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৫ শে অক্টোবর ২০২১ : সোমবার : সোমবার সকালে ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বালাসন গ্রামের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যা নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিস মৃতদেহ উদ্ধার করেছে, সেই সাথে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। পুলিস আরও জানিয়েছে, মৃত যুবকের নাম অর্জুন মৃধা (২৮), তার বাড়ি বালাসন গ্রামে।
মৃত যুবকের ভাই ভীম মৃধা বলেন, রবিবার রাতে ময়নাগুড়ির জোরপাকড়ি এলাকার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে সে বাড়ি ফিরে আসেনি। সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে এক গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় প্রতিবেশী এক মহিলা। এরপর ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দাদা কৃষি কাজ করতেন। সে এমন ঘটনা কেন ঘটালো তা বুঝে উঠতে পারছিনা।
পুলিশ মৃতদেহটি ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে বলে সূত্রের খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
