উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৫ শে অক্টোবর ২০২১ : সোমবার : মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের লুকসান গ্রামীন হাসপাতালের উদ্বোধন স্থগিত হয়ে গেল। উত্তর বাংলার বিভিন্ন জেলায় উপ নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সোমবার মুখ্যমন্ত্রী এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করার কথা ছিল। এই উদ্বোধনের জন্য সমস্ত স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনের লোক সময় মত উপস্থিত ছিলেন লুকসানে।
এই উদ্বোধন বাতিল হওয়ায় মানুষের মনে নিরাশা দেখা দিয়েছে। লুকসানে গ্রামীন হাসপাতাল থাকা সত্বেও রোগীদের রাখার কোন শয্যা ছিল না। তাই এলাকার লোক দীর্ঘদিন ধরে হাসপাতালে শয্যা রাখার দাবী জানিয়ে আসছিলো। এই দাবী বিবেচনা করে প্রশাসন দশ শয্যার হাসপাতাল নির্মান করে দেন। অনেক আগেই এই কাজ সমাপ্ত হয়েছিল। নাগ্রাকাটা ব্লকের শুল্কাপাড়া ব্লক হাসপাতাল ও লুকসান গ্রামীন  হাসপাতালের পরিকাঠামো ভাল। লুকসান গ্রামীন হাসপাতালে ভাল পরিষেবার ব্যবস্থা আছে। কিন্তু ছিলো না কোন বেডের ব্যবস্থা। লুকসান স্বাস্থ্য কেন্দ্র চালু হলে গ্রাম পঞ্চায়েতের সাতটি চা-বাগান, বানারহাট ব্লকের রেডব্যংক, ডায়না, দেবপাড়া চা বাগানের লোক পরিষেবা নিতে আসবে। এত বড় হাসপাতাল কবে উদ্বোধন হবে তার দিকে তাকিয়ে এলাকার মানুষ।
 
