উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২৮ শে অক্টোবর ২০২১ : বৃহস্পতিবার : রোহিঙ্গারা কারো ভোটার নয়। ওরা এ দেশে আসছে দেশের সর্বনাশ করতে, আর বর্তমান রাজ্য সরকার ওদের সাহায্য করছে। জলপাইগুড়িতে এসে বাবুপাড়া এলাকায় চায়ে-পে-চর্চায় বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি সাংসদ দিলীপ ঘোষ।
রোহিঙ্গাদের নিয়ে উদ্বিগ্ন সবাই, শুধু এই রাজ্যের শাসক দল এবং সরকার বাদে, অথচ বর্তমান পরিস্থিতি বলছে গোটা দেশে ছড়িয়ে পরেছে এই রোহিঙ্গারা, এবং পশ্চিমবঙ্গ সরকার একপ্রকার সহযোগিতা করে হাজার হাজার এই রোহিঙ্গাদের এই রাজ্যে ঢুকতে দিচ্ছে, ভারত -বাংলাদেশের মধ্যে যে এক হাজার কিলোমিটার সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া নেই, তারই সুযোগ নিয়ে অনুপ্রবেশ ঘটছে রোহিঙ্গাদের, গোটা দেশে ছড়িয়ে পরছে, রোহিঙ্গারা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ সহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছে।