উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৮ শে অক্টোবর ২০২১ : বৃহস্পতিবার : সকাল থেকে হাই স্কুলের সামনে জাতীয় সড়কে পাশে একটি দোকানের সামনে একটি ব্যবহার করা পিপিই কিটস পড়ে থাকতে দেখা যায়। এতেই চাঞ্চল্য ছড়ালো মালবাজার শহরে। পরে অবশ্য পুলিশ সেই পিপিই কিটস সরিয়ে নেয়।
জানাগেছে, বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় আদর্শ বিদ্যা ভবনের সামনে জাতীয় সরকের পাশে একটি দোকানের সামনে একটি ব্যবহার করা পিপিই কিটস পড়ে থাকতে দেখা যায়। সাধারণত করোনা রোগীদের চিকিৎসা করার সময় স্বাস্থ্য কর্মীরা ব্যবহার করেন। ব্যবহারের পর এই কিটস নষ্ট করে ফেলার নিয়ম। সেই কিটস পড়ে থাকতে দেখে অনেকে। কি ভাবে ওখানে এই কিটস এলো তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রথম দিকে অনেকে বুঝতে পারেনি ওটা কি? প্রায় ৪ ঘন্টা পড়ে ছিল। পরে খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ওই কিটস সরিয়ে নেয়। স্থানীয়রা অনেকেই জানান, বিষয়টি দেখার পর পৌরসভায় খবর দেওয়া হলেও কেউ আসেনি। পুলিশ এসে সরিয়ে নেয়। অনেকে বুঝতে না পেরে, ওই পিপি কিটের ওপর দিয়ে হেটে চলে গেছে। কোথা থেকে ওই কিটস ওখানে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।