উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৮ শে অক্টোবর ২০২১ : বৃহস্পতিবার : শুভ সূচনা হয়ে গেলো বহু প্রতীক্ষিত হিউম্যান ব্লাড ব্যাংক ফ্রেন্ডস অফ ব্লাড (FRIENDS OF BLOOD) সংস্থার। এর সাথে সাথেই মোট ৩৯ জনের রক্তের গ্রুপ পরীক্ষাও হয়।
ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাঠালগুড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সংস্থার শুভ সূচনা করলেন পদ্মশ্রী করীমুল হক। সংগঠনের তরফ থেকে উদ্যোক্তা জাকির হোসেন, সভাপতি সায়দার রহমান, সদস্য সাব্বির হোসেন প্রমুখেরা জানান রক্তের অভাবে মানুষ আজ বেতিবেস্ত এই পরিস্থিতিতে ইমার্জেন্সিতে হাসপাতালে গিয়ে রক্তদান করে আসবো। এদিন সংস্থার শুভ কামনা করেন রাজাডাঙা অঞ্চল প্রধান মোতালেব হোসেন এবং বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন কর্মাদক্ষ আবেদ আলী।