উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধুপগুড়ি : ১ লা নভেম্বর ২০২১ : সোমবার : ধূপগুড়ির কালীপূজার বিধান সংঘের এবার ৫৭ তম শ্যামাপূজা। আর এই শ্যামাপূজার ধূপগুড়ির বিধান সংঘের থিম প্রকৃতির আলো। এখানে তুলে ধরা হবে প্রকৃতির বিভিন্ন চিত্র, রঙিন আলোর মাধ্যমে। আর এই প্রকৃতির আলো সকলেরই নজর কাড়বে বলে আশাবাদী বিধান সংঘের ক্লাব সদস্যরা। জানা গেছে, মেদিনীপুর থেকে শিল্পীরা এসে এই পূজা মন্ডপ তৈরি করে। ইতিমধ্যেই এই পূজা মন্ডপে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।