উত্তরবঙ্গ নিউজ : দক্ষিণ দিনাজপুর : ১০ ই নভেম্বর ২০২১ : বুধবার : বুধবার দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় পেট্রোল ও ডিজেলের ট্যাক্স কমানোর দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করলো বিজেপি। ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত রাজ্যের পেট্রোল ও ডিজেলের উপর কর (Vat) কমানোর জন্য ধর্না ও বিক্ষোভ কর্মসূচি করলো ভারতীয় জনতা পার্টি।
পেট্রোল ও ডিজেলে ট্যাক্স কমিয়ে কেন্দ্র সরকার দাম কম করলেও রাজ্য সরকার কমাচ্ছে না কেন? তারই প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ভারত পেট্রোল পাম্পের সামনে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হলো। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদক রথীন বোস, দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, জেলা প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকা, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা। তাদের দাবী ২২টি রাজ্য পেট্রোল-ডিজেলের কর কম করতে পারলে পশ্চিমবঙ্গেও কমাতে হবে।