উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৩ ই নভেম্বর ২০২১ : শনিবার : আমগুড়িতে অনুষ্ঠিত হলো তৃণমূলের যোগদান সভা। আমগুড়ির খরিবাড়ি বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যা জ্ঞানদা রায় সহ আমগুড়ি অঞ্চলের প্রায় ১৯৩ টি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শনিবার আমগুড়ির ইউথ ক্লাবের লাইব্রেরি প্রাঙ্গনে আমগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমুল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ, ময়নাগুড়ি ১ ও ২ এর ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি যথাক্রমে মনোজ রায় ও শিব শঙ্কর দত্ত, প্রাক্তন বিধায়ক অনন্ত দেব অধিকারী সহ জেলা পরিষদের সদস্য-সদস্যা, ব্লক নেতৃত্ব ও আমগুড়ি অঞ্চল নেতৃত্বরা। এদিনের এই সভায় আমগুড়ির খরিবাড়ি বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যা জ্ঞানদা রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার সাথে সাথে ১৯৩ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। নবাগত পঞ্চায়েত সদস্যা সহ বাকি সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। যোগদান কর্মসূচি সম্পর্কে নবাগত তৃণমূল কংগ্রেস এর পঞ্চায়েত সদস্যা জ্ঞানদা রায় বলেন, আমি মানুষের কাজ করতে চাই, দিদির উন্নয়ন দেখে এবং আমার এলাকায় উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
আমগুড়ি অঞ্চল সভাপতি সুধারঞ্জন রায় বলেন, বিজেপির এক পঞ্চায়েত সদস্যা সহ প্রায় ১৯৩ টি পরিবার তৃণমূলে যোগদান করলো। ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, দিদির উন্নয়নকে সামনে রেখে আমগুড়িতে প্রায় ১৯৩ টি পরিবার এবং খরিবাড়ি বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যা জ্ঞানদা রায় যোগদান করলেন। আগামী দিনেও তৃণমুল কংগ্রেসে সাধারণ মানুষের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে এবং দিদির উন্নয়নে সামিল হবে।