উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধুপগুড়ি : ১৯ শে নভেম্বর ২০২১ : শুক্রবার : ফোর লাইনের রাস্তার কাজের জমি মাপতে এসে বাধার মুখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকে।
জানা গেছে ধূপগুড়ির ঝুমুর এলাকা থেকে বারোঘরিয়া এলাকার ভিতর দিয়ে ফোর লাইন বয়ে যাবে। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মাপতে থাকে আসলে। ধূপগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড এবং বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বড়াগাড়ির বিদ্যাশ্রম বুথের মল্লিকপাড়ার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দাবি করেন, জমির দাম নির্ধারিত না হওয়া পর্যন্ত তারা জমি মাপতে দেবেন না। এমনকি স্থানীয় বাসিন্দারা, জমি বন্টনে দালাল চক্রের অভিযোগ তুলেন। ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার বিরাট পুলিশ। ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। এর পর জমিদাতা এবং পুলিশ বাকবতিন্ডায় জড়িয়ে পরে। জানা গেছে, আপাতত জমির মাপযোগ বন্ধ রয়েছে।