উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি-ময়নাগুড়ি : ২ রা ডিসেম্বর ২০২১ : বৃহস্পতিবার : শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় চারটি কাজের শুভ শিলান্যাস এবং তিনটি কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
বৃহস্পতিবার মাসকালাইবাড়ি এলাকার অরবিন্দ নগর ১ নং আর. আর প্রাইমারি স্কুলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। মোট পাঁচ কোটি ষাট লক্ষ টাকা খরচ করে এদিন একাধিক কাজের সূচনা হল। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে দুজন কৃতী ও গরীব ছাত্রী ববিতা রায় ও মামনি দাসকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, চেয়ারপার্সন পাপিয়া পাল, মুখ্য নির্বাহী আধিকারিক এসজেডিএ সুমন্ত সহায়, মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, বিধায়ক ডঃ প্রদীপ কুমার বর্মা, পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চাট্যাজি সহ অন্যান্যরা।

