উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৭ই ডিসেম্বর ২০২১ : মঙ্গলবার : প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের নিয়ে পালন করা হলো ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। বিশ্ব জুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধির শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকারের কথা মাথায় রেখে ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত উদযাপন করা হয় এই দিবসটি।
মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর চক্র সম্পদ কেন্দ্রের প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উৎযাপন করেন বলে জানান হরিশ্চন্দ্রপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ চ্যাটার্জি। এদিন হরিশ্চন্দ্রপুর চক্রের ৪১ টি বিদ্যালয় থেকে প্রায় ৫০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক র্যালী এবং বৃক্ষ রোপন কর্মসূচি, যেমন খুশি তেমন আঁকো, আবৃত্তি, গানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে পুরস্কৃত করেন হরিশ্চন্দ্রপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ণ আধিকারিক আমিন মুর্মু, হরিশ্চন্দ্রপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ চ্যাটার্জি সহ বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষকগণ।
