উত্তরবঙ্গ নিউজ : ময়নাগুড়ি : ৭ই ডিসেম্বর ২০২১ : মঙ্গলবার : ময়নাগুড়ির জাবরামালী তে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এবং অসহায় ও দুঃস্থদের বস্ত্র বিতরণ শিবির। গত ২২ বছর থেকে হয়ে আসছে এই অনুষ্ঠান। এদিনের এই শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট রক্তদান করেছেন ৪৪ জন। চক্ষু পরীক্ষা করিয়েছেন ৭৫ জন এবং মোট ৮৫ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। প্রতিবছর জাবরামালি উচ্চপাড়া মহাবুবিয়া আঞ্জুমান কমিটির পক্ষ থেকে ১৯ ও ২০ শে অগ্রহায়ণ জাবরামালি উচ্চপাড়া খানকা শরীফ প্রাঙনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯ শে অগ্রহায়ণ অনুষ্ঠিত হয় ছোট বাচ্চাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান এবং ২০ শে অগ্রহায়ণ স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এবং অসহায় ও দুঃস্থদের বস্ত্র বিতরণ শিবির। রক্ত সংগ্রহ করেছেন জলপাইগুড়ি ব্লাড ব্যাংক এবং চক্ষু পরীক্ষা শিবিরে রোগী দেখতে এসেছিলেন শিলিগুড়ি লায়ন্স ক্লাব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপটি বাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায়, পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়, পঞ্চায়েত সদস্যা মোছাম্মত লুৎফা বেগম, বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, কমিটির সভাপতি মোকলেছার রহমান এবং সম্পাদক আফছার রহমান জানান, আমাদের পীর মুরশিদ হজরত খাজা শাহসুফি মহম্মদ আলী চিশতী সাহেবের খেলাফৎ দিবস উপলক্ষ্যে এই রক্তদান শিবির করা হয়, সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং অসহায় ও দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। এবছর পুরুষ ও মহিলা মিলে মোট রক্তদান করেছেন ৪৪ জন। চক্ষু পরীক্ষা করিয়েছেন ৭৫ জন এবং মোট ৮৫ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

