উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৯ই জানুয়ারী ২০২২ : রবিবার : শিলিগুড়ি করপোরেশন সহ রাজ্যের সমস্ত পৌরসভা এবার তৃণমূলের দখলে আসবে। শিলিগুড়িতে বিজেপি তৃতীয় নাম্বারে থাকবে। শিলিগুড়িতে বিজেপি ও সিপিআইএম এর মধ্যে অভ্যন্তরীণ যোগসাজক হয়েছে। শনিবার রাতে মালবাজার মহকুমার চালসার মঙ্গলবাড়ি বাজারে এসে এই কথা বলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।
তিনি আরও বলেন,পাহাড় ও চা বাগানের মানুষ বিজেপি-র মিথ্যে প্রতিশ্রুতি শুনে তাদের ভোট দিয়েছিল। এখন তারা তাদের ভুল বুঝতে পারছে। তারা এখন তৃণমূলের দিকে আসছে। সম্প্রতি বিনয় তামাং তৃণমূলের যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,পাহাড়ের মানুষ উন্নয়ন চায়। তাই তারা তৃণমূলের প্রতি আস্থা রাখছে। রাজ্য সরকার চা বাগানের জন্য নানান কাজ করছে। আগামীতে আর কোনো নির্বাচনেই বি জে পি একটিও আসন পাবে না। এবার রাজ্য থেকে বিজেপি সাফ হয়ে যাবে। করোনার আবহে এদিন সরকারি বিধিনিষেধ মেনে ভার্চুয়াল কর্মীসভা করা হয়। তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি আসিস কুন্ডু বলেন, অনেক আগের থেকেই এই কর্মীসভা নির্ধারিত ছিল। আজ এখানে ১০-১২ হাজার মানুষের উপস্থিতিতে কর্মীসভা হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সরকারি নির্দেশিকা মেনে খুম কম সংখ্যক নেতা-কর্মীকে নিয়ে ভার্চুয়াল ভাবে সভা করা হয়। কারণ সরকারী নির্দেশ মেনে চলার দায়িত্ব সকলের। এই সভাকে নিয়ে যারা অভিযোগ করেছিল তাদের বলতে চাই, তৃণমূল কংগ্রেস মানুষের কথা চিন্তা করে। বিরোধীদের মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক মহিলা নেত্রী স্নোমিতা কালানদী, তৃণমূল এসসিএসটি, ওবিসি সেলের ব্লক সভাপতি তজমল হক, তৃণমূলের মেটেলি ব্লক কোর কমিটির চেয়ারম্যান বেলা কুজুর, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মুন্না খান, শ্রমিক নেতা প্রকাশ নায়েক সহ অন্যান্যরা।