উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২০ শে জানুয়ারী ২০২২ : বৃহস্পতিবার : করোনার তৃতীয় ঢেউ রুখতে ব্লক প্রশাসনের সাথে বৈঠকে বসেছিল ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। সেখানেই সিদ্ধান্ত হয় ময়নাগুড়ি বাজার সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকবে। সেই মোতাবেক বৃহস্পতিবার ময়নাগুড়ির বেশির ভাগ দোকান বন্ধ থাকতে দেখা যায়। এমনকি ময়নাগুড়ি বাজার চত্বরেও মানুষের দেখা মেলেনি সে ভাবে। আর এতে খুশি ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি সহ সচেতন নাগরিকরা।
এই বিষয়ে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক সুমিত সাহা বলেন, এই ভাবে যদি প্রত্যেকটা মানুষ নিজেদের উদ্যোগে সচেতন থাকেন তা হলে হয় তো ময়নাগুড়িতে করোনার চেন ব্রেক করা সম্ভব। আজকে যে ভাবে ব্যবসায়ীরা সহ ময়নাগুড়ির মানুষ এগিয়ে এসেছেন আমরা তাতে কৃতজ্ঞ। অন্যদিকে ময়নাগুড়ি দুই বাসিন্দা জানান ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি এবং ময়নাগুড়ি ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এবং রবিবার সপ্তাহে দুই দিন লকডাউন ডাকা হয়েছে তারই প্রথম দিনে ময়নাগুড়ি বাজারে ওষুধের দোকান ছাড়া ব্যবসায়ীরা কোন দোকান খোলেন নি, সেই সঙ্গে রাস্তাঘাট ছিল প্রায় জনশূণ্য, কিছু গাড়ি রাস্তাঘাটে চলাচল করলেও যাত্রী সংখ্যা ছিল কম। এই ভাবে যদি ব্যবসায়ী সহ ময়নাগুড়ি নাগরিকরা সচেতন হয় তাহলে আগামীতে করোনা সংক্রামণ কিছুটা হলেও নিয়ন্ত্রনে আসবে বলে জানান তারা।