উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩ রা ফেব্রুয়ারী ২০২২ : বৃহস্পতিবার : গত ২৬ শে ডিসেম্বর মালবাজার মহকুমা ওদলাবাড়ি রেল স্টেশনের কাছে রেল লাইনের ওপর গিন্নি বিশ্বকর্মার নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। পরে মৃতের পরিবার দাবি করে, তাদের মেয়েকে খুন করা হয়েছে। এব্যাপারে মালবাজার রেল পুলিশে অভিযোগও জানিয়েছে মৃতের পরিবার। দোষীদের শাস্তির দাবিতে বুধবার এক বিরাট মিছিল করে স্থানীয় মানুষ।
বৃহস্পতিবার মানাবাড়ি চাবাগানে গিন্নি বিশ্বকর্মার বাড়িতে যায় আইএনটিটিইউসি-র জেলা সভাপতি রাজেশ লাকড়া, বাগ্রাকোট তৃণমূল কংগ্রেস এর অঞ্চল সভাপতি রাজেস ছেত্রী, কেন্দ্রিয় শ্রমিক নেতা পুলিন গোলদার, সোনম লামা সহ তৃণমূল এর নেতা কর্মিরা। এদিন তারা মৃতের পরিবারের সাথে কথা বলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান তারা। পাশাপাশি সব রকম আইনি পরিসেবা দেবেন বলেন জানান তৃণমূল নেতারা। কথা বলেন মৃতের বাবা সাথেও। সেই দিনের ঘটনা স্ববিস্তারে গিন্নির বাবার মুখ থেকে শোনেন তারা। গিন্নির পরিবারের সাথে দেখা করার পর রাজেস লাকড়া বলেন, শীর্ষ নেতৃত্বের কথামতো মৃতের পরিবারের সাথে কথা বললাম। সত্যি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সব রমম সহযোগীতা এই পরিবারকে আমরা করবো। যদি রেল পুলিশ ঠিকঠাক তদন্ত না করে, তা হলে আমরা সিআইডি তদন্তের দাবী জানাবো এবং এ ব্যাপারে আন্দোলন করবো।
উল্লেখ্য গত ২৫ জানুয়ারি মানাবাড়ি চা-বাগানের কাকার বাড়িতে বিয়ে অনুষ্ঠানে এসে ওই দিন রাত থেকে নিখোজ হয়ে যায় গিন্নি বিশ্বকর্মা(১৬)। ২৬ তারিখ সকাল ওদলাবাড়ি রেল স্টেশনের কাছে রেল লাইনে গিন্নির মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। ইতি মধ্যে দুই যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।