23.3 C
New York
Friday, August 29, 2025

Buy now

spot_img

দীর্ঘদিন বাদে স্কুল খোলায় বেলুন দিয়ে সাজিয়ে ছাত্র-ছাত্রীদের ফুল ছিটিয়ে স্বাগত জানানো হলো।

উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩ রা ফেব্রুয়ারী ২০২২ : বৃহস্পতিবার : বৃহস্পতিবার থেকে খুলে গেল সমস্ত স্কুল-কলেজ। দীর্ঘ দুই বছর পর স্কুলে এসে খুশি ছাত্র-ছাত্রীরা। এদিন মালবাজার মহকুমার সমস্ত স্কুলে সকাল ১০ টা থেকেই ছাত্র-ছাত্রীরা আনন্দের সাথে স্কুলে আসে। বেলা নটা নাগাদই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা স্কুলে হাজির হয়ে যান।

এদিন অভিনব পদক্ষেপ নেয় মালবাজার ব্ললের ওদলাবাড়ির আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়। স্কুলের গেট বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়। তেরঙ্গা বেলুন দিয়ে স্কুল সাজিয়ে তোলেন স্কুল শিক্ষক-শিক্ষিকারা। প্রায় ২ বছর পর স্কুল খোলায় ছাত্র-ছাত্রীরা যখন স্কুলে প্রবেশ করে, তখন তাদের ফুল ছিটিয়ে স্বাগত জানায় শিক্ষক-শিক্ষিকারা। আর এতেই ছাত্র-ছাত্রীদের মনে এক আলাদা উৎসাহ চোখে পড়ে। এদিন অষ্টম ক্লাস থেকে নবম ক্লাস পর্যন্ত পঠনপাঠন শুরু হলো। স্কুলে আসা ছাত্রী হামিদা খাতুন, মীরা কুমার বলে, দু-বছর বাড়িতে থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছি। অন লাইনে ঠিকঠাক পড়াশোনা হয়নি। তাছাড়া মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক না থাকায় পড়াশুনায় খুব সমস্যা হয়েছে। এতদিন পর স্কুলে এসে খুব ভাল লাগছে। পড়াশুনা ভাল হবে এখন থেকে। তা ছাড়া স্কুলে সব শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের সাথে বহুদিন পর দেখা হওয়াতে মনও ভালো লাগছে। আমরা চাই আর যেন স্কুল বন্ধ না হয়। স্কুল বন্ধ হলেই পড়াশোনার ক্ষতি হয়। তবে, আমাদের যে ভাবে স্কুলে ফুল দিয়ে স্বাগত জানানো হলো, তাতে আমরা আনন্দিত।

এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক শশীধর শিং বলেন, বহুদিন পর স্কুলে ছাত্র-ছাত্রীরা এসেছে। দেখে খুব ভাল লাগছে। এক দিকে নতুন বছর এবং বহু দিন পর স্কুল খোলায় স্কুলের গেট বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেবার জন্য ফুল দিয়ে স্বাগত জানানো হয়। আমাদের এই স্কুলে চা-বাগান সহ গ্রামের ছেলে-মেয়েরা পড়াশোনা করে। তাই এই সব ছেলে-মেয়েদের অন লাইনে পড়াশোনা ঠিকঠাক হয় নি। কারন নেটওয়ার্ক এর সমস্যা থাকে এই সব চা-বাগান এলাকায়। এখন স্কুল খোলায় ছাত্র-ছাত্রীরা মন দিয়ে ভালো মতো পড়াশোনা করবে স্কুলে। আর এর জন্য সব সময় তৈরি আমাদের শিক্ষক-শিক্ষিকারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!