উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৩ রা ফেব্রুয়ারী ২০২২ : বৃহস্পতিবার : রাজ্য সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল খোলায় প্রতিমা শিল্পী এবং বিক্রেতারা খুশি। কার্যত এই চিত্র দেখা গেল মালদা জেলায়। করোণা সময় কাল থেকে কার্যত স্কুল কলেজগুলোতে পুজোর আয়োজন সে রকম হয় নি, নাম মাত্রই পূজা করা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তেমন ছিল না। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার স্কুল কলেজ খোলা হল।
ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকারা পঠন-পাঠন শুরু করলো। তবে স্কুল-কলেজগুলোতে উপস্থিতির হার ছিল কম। ইতিমধ্যে শনিবার সরস্বতী পুজো। এবারের পুজোতে অংশগ্রহণ করতে পারবে ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করেছে স্কুল-কলেজ কর্তৃপক্ষ। কিছুদিন আগেও দেখা গিয়েছিল মৃৎশিল্পীদের মাথায় হাত। অনিশ্চয়তার মধ্যে ছিল এবারে সরস্বতী পুজো স্কুল-কলেজগুলোতে। তবে স্কুল খোলাতে মৃৎশিল্পী থেকে শুরু করে রেডিমেড সাজের প্রতিমাগুলির বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় দেখা গেল সরস্বতী প্রতিমা কিনতে পূজা আয়োজকদের। মালদা বাল্য বালিকা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা দেবশ্রী মজুমদার জানান, সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল আজ থেকে খোলা হোলো। করোনা বিধি মেনেই স্কুলের পঠন-পাঠন ইতিমধ্যে শুরু করা হলো। তবে ছাত্রীদের উপস্থিতির হার অনেকটাই কম। এরমধ্যেই সরস্বতী পুজো স্কুলে করা হবে। তবে সব ক্লাসের ছাত্রীরা সরস্বতী পুজোয় অংশগ্রহণ করতে পারবে না। শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রীদের পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হবে।
সাজের প্রতিমা বিক্রেতা রকি মন্ডল জানান, করোনা সময়কাল থেকেই তাদের প্রতিমা বিক্রি তেমন হচ্ছিল না। তবে আজ থেকে স্কুল খেলায় তারা আশাবাদী তাদের এবারে প্রতিমা বিক্রি খুব ভালো হবে। ইতিমধ্যে স্কুলের কলেজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকারা প্রতিমা কিনতে আসছেন। ইংরেজবাজার শহরের বিশিষ্ট সংগীত শিল্পী সুখময় মজুমদার জানান, করোনা সময় কাল থেকে ছাত্র-ছাত্রীরা গৃহবন্দি অবস্থায় ছিল। তবে এইবার তারা গৃহবন্দী থেকে বের হয়ে স্কুলের পঠন-পাঠন এর মধ্যে আসতে পারবে। রাজ্য সরকারের ভূমিকাকে ধন্যবাদ জানাই।