উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : নির্বাচনের দিন ক্রমশই এগিয়ে আসছে তাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন ব্যস্ত তাদের নির্বাচিনী প্রচারের কাজে। চলছে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার অভিযান। ময়নাগুড়ি পুরসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় ওয়ার্ডের প্রায় সকল মানুষ উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ঠ দলীয় নেতৃত্বরা।
এই নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ, কৃষি কর্মাধক্ষ্য বিমলেন্দু চৌধুরী, তৃণমূল এর সমীরণ চৌধুরী, শিক্ষা সেল এর শঙ্কর পাল এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ঝুলন সান্যাল সহ অন্যান্য নেতারা। প্রত্যেকেই প্রধানতঃ এলাকার বিভিন্ন উন্নয়নকে তুলে ধরেন। সেই সঙ্গে আগামীতে আরও উন্নয়ন করার আশ্বাস দেন এলাকাবাসীদের। তৃণমূলের দলীয় নেতৃত্বরা বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েন নি তাদের বক্তব্যের মধ্য দিয়ে।
অপরদিকে দেখা গেল, শিশুরা সকলের অলক্ষ্যে দলীয় পতাকা হাতে নিয়ে শিশু সুলভ প্রকাশের অভিব্যাক্তি।