উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : প্রতি ওয়ার্ড থেকেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার। ময়নাগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে ওয়ার্ডে চলছে পুরভোটের প্রচার।
প্রথম গঠিত ময়নাগুড়ি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ময়নাগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকার মানুষকে একই অঙ্গনে এক মিলন উৎসব কর্মসূচী করা হয়। সেই সঙ্গে চলে সকল এলাকাবাসীদের নিয়ে এক মহাভোজ পর্ব। এলাকাবাসীরা সকলেই উপস্থিত হয়ে মিলিত হয় এই মিলনমেলা এবং মহাভোজে। এলাকাবাসীরা জানান, করোনা আবহে এক প্রকার ঘরেই ছিলাম। এই মিলনমেলায় সকলে এক সঙ্গে হতে পেরে বেশ ভালো লাগছে।