উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : হঠাৎ করে সবজি দাম বেড়ে যাওয়ায় চিন্তিত সাধারন মানুষ। এদিন ওদলাবাড়ি হাটে সবজি বাজারে, সবজির দাম বেড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে পড়ে সাধারণ মানুষ।
সাধারণ এই শীতের সময় সবজির দাম কম থাকে। কিন্তু এই সময়ই সবজির দাম বেড়ে যাওয়ার কারনে মধ্যবিত্তদের সমস্যা বহুগুন বেড়ে গেলো। কেন হঠাৎ সবজির দাম বেড়ে গেলো? উত্তর নেই কারোর কাছে। এদিন সাপ্তাহিক হাটে সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারন মানুষ কম পরিমান সবজি নিয়ে বাড়ি ফিরছে। সবজির কিনতে আসা এক ব্যাক্তি টুকাই দে বলেন, আজ সবজির বাজার আগুন। করোলা ১২০ কেজি, শসা ৪০ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, লঙ্কা ১০০ টাকা, ফুলকপি ৩০-৪০ প্রতি কেজি। তাদের বক্তব্য এখনই যদি সবজির এত দাম বেড়ে যায়, তাহলে গরমের সময় সবজিতে হাত দেওয়া যাবে না। সম্ববত কোন দালাল চক্রের হাতে পরেই দাম বাড়ছে সবজির। আমাদের মত সাধারন মানুষের সমস্যা দিনদিন বেড়েই চলেছে। বিক্রেতাদের দাবী, মহাজনদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে সবজি, তাই দাম বেড়েছে। যদি এই ভাবেই দিনের পর দিন সবজির দাম বাড়তে থাকে, তাহলে সাধারন মানুষের পক্ষে সবজি কেনা কষ্টসাধ্য হয়ে উঠবে। বিক্রি কমে গেলে, আমরাও খুব আসুবিধার মধ্যে পরে যাবো আগামীতে।