উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : আসন্ন মাল পুর নির্বাচনে মালবাজারের ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপক বিশ্বকর্মাকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
তার বক্তব্য, ওয়ার্ডে প্রচার করতে বের হপোয়ার পর তাকে তৃণমূলের কিছু ছেলে হুমকি দিয়ে বলেছে বাড়িতে থেকে কাজ করতে, ওয়ার্ডে ঘোরাফেরা করতে নিষেধ করেছে। এই বিষয়ে দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পুলিন গোলদার বলেন, বিষয়টি ভিত্তিহীন। তৃণমূলের এরকম উদ্দেশ্য থাকলে এই প্রার্থী মনোনয়নপত্র জমা দিতেই পারতেন না। আসলে তার পেছনে কোনো লোকজন নেই। তিনি এই সব মিথ্যে বিবৃতি দিয়ে মানুষের সহানুভূতি আদায় করতে চাইছেন।