উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়নাগুড়ির একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের এক যুবকের বিরুদ্ধে। শনিবার ময়নাগুড়ি থানার পুলিশ পানবাড়ি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করেছে। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়ার যুবকের নাম রঞ্জিত দাস।
জানা গিয়েছে, ফেসবুকে ময়নাগুড়ির এক যুবতীকে প্রেমের প্রলোভনে ফেলে ওই যুবক। প্রায় এক বছর ধরে তাদের প্রেম চলে। পরবর্তীতে ওই যুবক-যুবতীকে বিয়ে করবে বলে জানায়। প্রেমের প্রলোভনে ওই যুবতী পূর্ব মেদিনীপুরে চলে যায়। অভিযোগ সেখানে বেশ কিছুদিন ধরে তাকে লাগাতার ধর্ষণ করা হয় ও মারধর করা হয়। অত্যাচার সহ্য করতে না পেরে কোনক্রমে সেখান থেকে পালিয়ে আসে ওই যুবতী। পরবর্তীতে অভিযুক্ত যুবক ময়নাগুড়ি এসে পৌছয় যুবতির খোঁজে। ময়নাগুড়ি থানায় খবর যাওয়া মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ওই যুবক বিবাহিত। রবিবার ঐ যুবক কে আদালতে নিয়ে যায় ময়নাগুড়ি থানার পুলিশ।