উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরেই গঠিত হয়েছে ময়নাগুড়ি পৌরসভা। আর সেখানেই গণিতন্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করতে পৌর নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারী। ইতিমধ্যেই তৃণমূল মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা হয়েছে। প্রথম দিকে দলের মধ্যে প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলেও সেটা মিটিয়ে নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন নেতৃত্বরা। রবিবার ময়নাগুড়ির ১৭ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সাথে দেখা করলেন এসজেডিএ এর চেয়ারম্যান ডঃ সৌরভ চক্রবর্তী।
এদিন ময়নাগুড়ির নতুন বাজারে অবস্থিত ডাক বাংলোতে এই বৈঠক হয়। এদিন হাজির ছিলেন এসজেডিএ এর চেয়ারম্যান ডঃ সৌরভ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহ সভাপতি দুলাল দেবনাথ সহ জেলা ও ব্লক নেতৃত্বরা। এদিন মূলত ১৭টি ওয়ার্ডের প্রার্থীদের সাথে পরিচিতি পর্ব সম্পূর্ণ হয়। এর সাথে সাথে নির্বাচনী প্রচার কি ভাবে করা হবে তা নিয়েও আলোচনা হয়। এদিনের বৈঠক সেরে ডঃ সৌরভ চক্রবর্তী বলেন, ময়নাগুড়ি পৌরসভা বিরোধী শূন্য শান্তিপূর্ণ নির্বাচন করে মমতা বন্দ্যোপাধ্যায় এর হাতে তুলে দেওয়ার লক্ষেই আমাদের বৈঠক। ময়নাগুড়িবাসীকে সাথে নিয়ে বিরোধী শূণ্য করে বোর্ড গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় এর হাতে তুলে দেব এটাই সকল প্রার্থীকে জানালাম।