উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : শনিবার কোলকাতায় তৃণমূলের জাতীয় কর্মসমিতির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ সদস্যের কর্ম সমিতিতে উত্তরবঙ্গের দুই তৃণমূল নেতার মধ্যে স্থান পেয়েছে বুলু চিকবড়াইক। এছাড়া উত্তরবঙ্গ থেকে আর কোনও নেতা কর্মসমিতিতে স্থান পাননি বলে জানা যায়।
দলনেত্রীর পাশাপাশি এতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, কাকলি ঘোষ দস্তিদার, অসীমা পাত্র, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, রাজীব ত্রিপাঠী। এদিন ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি চারজনের নাম পরবর্তিতে জানানো হবে বলে জানা গেছে। মালবাজার মহকুমার রাঙ্গামাটি চা-বাগানের বাসিন্দা তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বারাইক তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে ঠাঁই পাওয়ায় খুশি তিনি। এব্যাপারে বুলুচিক বড়াইক বলেন, এর জন্য মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জানাই। এই সম্মানের জন্য আজ আমি খুব খুশি। আগামী দিনে এই সম্মান নিয়েই তৃণমূল কংগ্রেসকে চা-বাগান সহ বিভিন্ন এলাকায় আরও শক্তিশালী করবো। এদিন বুলুচিক বরাইক কে তার বাড়িতে মিষ্টি মুখ করায় পরিবারের সদস্যরা এবং তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন মন্ত্রী সংবাদমাধ্যম এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রনাম জানিয়েছেন।