উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : জলপাইগুড়ি পুরসভার নির্বাচনের বাজনা বাজতেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিয়াষ সিংহা গোস্বামী প্রচার শুরু করে দিয়েছেন।
জেতার বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী। তাই বাড়ি বাড়ি পৌছে শুরু করে দিয়েছেন প্রচার। তিনি বলেন, দীর্ঘ বছর ধরে এই এলাকাটি পুরপরিষেবার উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তাই জেতার পর মানুষের জন্য পানীয় জল থেকে জল নিকাশি এবং এলাকাবাসীর জন্য রাস্তাঘাট এর উন্নয়ন করবো।