উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৪ ই ফেব্রুয়ারী ২০২২ : সোমবার : সোমবার জলপাইগুড়ি শহরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এসোসিয়েশনের সদস্যরা তাদের বিভিন্ন দাবী নিয়ে শহরের তিস্তা উদ্যান থেকে পোস্ট অফিস হয়ে জেলা শাসক অফিস পর্যন্ত এক মিছিল পরিক্রমা করে জেলা শাসক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে।
সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি প্রসেনজিৎ বসাক তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন বেলা ১২টায় তিস্তা উদ্যান থেকে পোস্ট অফিস হয়ে জেলা শাসক অফিস পর্যন্ত মহামিছিল হয়। এরপর জেলা শাসক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়েছে। আমরা আজও অপেক্ষায়, অবগত করেই চলেছি, একটু সুবিচারের আশায়। সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এসোসিয়েশনের ভলান্টিয়ার্সরা লাঞ্ছিত। ঘরে ঘরে বেকারত্বের শিকার আমরা সকলেই। আমাদের নিয়োগপত্র দিয়ে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন। আমরা বহুদিন থেকে বহুবার বিপর্যয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অসম্ভব মানসিক যন্ত্রণায় দিন অতিবাহিত করছি। আমরা ক্লান্ত, বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত, আমাদের বাঁচান। আমাদের প্রতি একটু সদয় হোন। আজও আমরা মাসে ৩০ দিনের কাজ সহ ৬০ বছরের সুনিশ্চিত করনের আশায় পথ চেয়ে রয়েছি। দয়া করে আমাদের অধিকার আমাদের হাতে তুলে দিন এত টুকুই আমাদের চাওয়া।