উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৯ ই ফেব্রুয়ারী ২০২২ : শনিবার : ভোট যুদ্ধের প্রচারে ময়নাগুড়ি এলেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শনিবার ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রচারে আসেন তিনি। এদিন তিনি দুটি ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন। ময়নাগুড়ির ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রিম্পা রায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন। উপস্থিত ছিলেন গৌতম দেব, অনন্ত দেব অধিকারী, দুলাল দেবনাথ, মনোজ রায়, শিব শঙ্কর দত্ত, ঝুলন সান্যাল সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন তিনি সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পৌছন। এরপর ময়নাগুড়ির এক নম্বর ওয়ার্ডে গিয়ে প্রচার সারেন। পরবর্তীতে হাসপাতাল পাড়া এলাকায় সভা করেন। সেই সাথে দলীয় প্রার্থীদের সাথে পরিচিত হন। নব গঠিত ময়নাগুড়ি পুরসভার ভোট তৃণমূল কংগ্রেসের ১৭ টি আসন জয়লাভ করতেই তিনি প্রচার করেন। প্রত্যেকটি ওয়ার্ডে সমস্ত রকম উন্নয়ন হবে বলেও জানান তিনি।