উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৯ ই ফেব্রুয়ারী ২০২২ : শনিবার : দিন-রাত এক করে প্রচার চালাচ্ছেন ময়নাগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ণালী বাড়ই (রাখি)।
নিজের ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি-বাড়ি গিয়ে প্রচার পর্ব ইতিমধ্যেই শেষ করেছেন তিনি। এলাকায় বড় হোর্ডিং সহ দেওয়াল লিখনও করেছেন তিনি। নির্বাচনী প্রচারের মাঝেই চলছে যোগদান পর্ব। মূলত ২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু সমস্যা সমাধানের বার্তা নিয়েই প্রচার চালাচ্ছেন তিনি। রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা এবং পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যা সামধানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে সচেষ্ট হবেন বলেই জানান তিনি। প্রচার পর্বে ব্যাপক সাড়া মিলছে বলেও তিনি দাবী করেন। প্রার্থী বর্ণালী বাড়ই বলেন, আমি আশাবাদী। আমার ওয়ার্ডে আমি বিপুল ভোটে জয় লাভ করবো। মূলত আমার ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে, তা সমস্যা সমাধানের চেষ্টা করবো।