উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৯ ই ফেব্রুয়ারী ২০২২ : শনিবার : বৃহস্পতিবার গভীর রাতে ময়নাগুড়ি থানার পুলিশ রানীরহাট মোড় এলাকা থেকে একটি গরু বোঝাই পিক আপ ভ্যান সহ চালককে গ্রেফতার করে।
জানা গেছে, সেই গাড়ি থেকে মোট ৫ টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে খোঁয়ারে রাখা হয়েছে। গাড়ির চালক শাহানুর আলম বলেন, আমি গাড়ি চালক। গরুগুলি চারেরবাড়ি থেকে ধূপগুড়ি নিয়ে যাচ্ছিলাম। ময়নাগুড়ি পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শুক্রবার চালককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।