উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২০ শে ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : হবিবপুর থানার অন্তর্গত দাল্লা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের হাতে আটক একটি পাওয়ারট্রেলার।
জানাগিয়েছে শনিবার দুপুর বারোটা নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্তে ডিউটি করার সময় এক বাংলাদেশি যুবক পাওয়ারট্রেলার নিয়ে ভারতের সীমান্ত পেরিয়ে প্রায় দুশো মিটার ভারতের সীমান্তে চাষের জমিতে প্রবেশ করে ইতিমধ্যে বিএস এফের জওয়ানরা দেখতে পেয়ে ধাওয়া করলে পাওয়ার ট্রেলার ছেড়ে ওই বাংলাদেশি পালিয়ে যায় পাওয়ারট্রেলারটিকে আটক করা হয়েছে। বর্তমানে বিএসএফের জওয়ানেরা পাওয়ার ট্রেলারটিকে কেদারিপাড়া ক্যাম্পে নিয়ে আসে। বিএসএফের তরফে তদন্ত শুরু করেছে।