উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২০ শে ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : দিনহাটার বিধায়ক উদায়ন গুহ সম্প্রতি একটি সভায় মন্তব্য করেন, পৃথক রাজ্যের দাবী করলে হাঁটু ভেঙে দেব। এই কথার বিরোধিতায় শনিবার রাত ৮ টা নাগাদ ময়নাগুড়ির চুড়াভান্ডার এর হলহলিয়া এলাকায় দিনহাটার বিধায়ক উদায়ন গুহর কুশ পুতুল দাহ করে ধিক্কার মিছিল করলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ছাত্র সংগঠন কেএসও।