উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২০ শে ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : ইনসাফের জন্য অবশেষে রিলে-অনশনে বসলো আদিবাসী গোর্খা সাহিত্য সমিতি। রবিবার মালবাজার ব্লকের ওদলাবাড়ি বাজারে মঞ্চ বানিয়ে রিলে-অনশন করছে তারা। দাবী একটাই ইনসাফ চাই। বিগত দিনে তিন জায়গায় তিন জন চা-বাগানের মেয়ের মৃত্যু হয়েছে কিন্তু সেই মৃত্যুর ইনসাফ মিলেনি।
আদিবাসী গোর্খা সাহিত্য সমিতি অধ্যক্ষ সগন মুকত্তান বলেন, বিগত দিনে আমাদের তিনটি মেয়ের যে ভাবে হত্যা হয়েছে, তার সঠিক তদন্ত হয় নি। মানাবাড়ি, নক্সালবাড়ি এবং মাদারিহাটে বিগত কিছুদিন আগে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তিনটি মেয়েকে কিন্তু সঠিক তদন্ত না হওয়ায়, আজ থেকে আমরা রিলে-অনশন শুরু করেছি। আমরা চাই সঠিক তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি হোক। বর্তমানে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা সঠিক না বলে তিনি জানান। অবিলম্বে রাজ্য সরকার সঠিক তদন্ত করুক এবং অপরাধীদের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা করে কঠিন শান্তি দেওয়া হোক। তিনি আরো বলেন, আমাদের এই অনশন অনির্দিষ্ট কালের ছিল কিন্তু যেহেতু সামনে মালবাজার পুরসভার ভোট তাই শুধু মাত্র রবিবারই এই অনশন হলো। তবে ২৩ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ভাবে কোন আশ্বাস না পেলে আবার শুরু হবে অনশন। শুধু অনশনই নয় রাজ্য জুড়ে আন্দোলন শুরু হবে। এদিন এই অনশন মঞ্চে সব জাতির মানুষ যোগদান করেন। ছিলেন আদিবাসী নেতা লরেন্তুষ লাকড়া এবং মানাবাড়ি চা-বাগানে মৃত স্কুল-ছাত্রীর বাবা ও ভাই।