উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২০ শে ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : সিভিক ভলেন্টিয়ার এর বাড়িতে চুরি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার শেখপুরা পূর্ব পাড়া এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অনুমান এলাকাবাসীর। ঘটনায় মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বেবি বিবি। শেখপুরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। স্বামী সেখ সাজুদ শ্রমিকের কাজে ভিন রাজ্যে রয়েছে। ছেলে মোঃ রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলেন্টিয়ার। জানা গেছে, ছেলে শনিবার রাতে মানিকচক থানায় কর্মরত থাকায় বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। রবিবার সকালে কাজ শেষ করে বাড়ি ফিরেন ছেলে। মায়ের কোনো রকম সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মা। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায়। স্থানীয় ও পরিবারের অনুমান, এলাকাজুড়ে প্রতিনিয়ত ছোটবড়ো চুরির ঘটনা সামনে আসছে। ব্রাউন সুগার সেবনকারীরা সমগ্র ঘটনায় যুক্ত বলে অনুমান এলাকাবাসীর। শনিবার রাতে ব্রাউন সুগার সেবনকারীরা চুরি করার উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকে। কিন্তু চুরির আগে মহিলা দেখে ফেলাতে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অনুমান এলাকাবাসীর। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের পাকড়াও করার দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। খুনের ঘটনার খবর পেয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছায়। তড়িঘড়ি দেহ উদ্ধার করে পুলিশ। তবে চুরি করতে এসে এভাবে খুনের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।