উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১ লা মার্চ ২০২২ : মঙ্গলবার : উত্তরবঙ্গের প্রাচীন এবং সর্ববৃহৎ ঐতিহ্যবাহী জল্পেশ মেলা এবং মেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো মঙ্গলবার। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চের উদ্বোধন হয়।
এদিনের এই অনুষ্ঠান মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলু চিক বড়াইক, এসজেডিএ -র চেয়ারম্যান ডঃ সৌরভ চক্রবর্তী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সমাজসেবী মহুয়া গোপ সহ প্রমুখরা। এদিনের এই উদ্বোধনের পর থেকে দশদিন ধরে সরকারি ভাবে মেলা এবং অনুষ্ঠান হবে। জানা গেছে, উত্তরবঙ্গের প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই জল্পেশ মেলা। প্রতিবছর দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষ এখানে আসে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মানুষ এখানে ভিড় করে। গত দু বছর করোনা পরিস্থিতির কারনে এবার মেলা জমজমাট হবে বলেই আশাবাদী জেলা পরিষদ। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, সরকারি ভাবে দশদিন ব্যাপী এই মেলা হবে। এমন কি সাংস্কৃতিক মঞ্চে দশদিন সরকারি ভাবে অনুষ্ঠান হবে। আজ তারই আনুষ্ঠানিক উদ্বোধন হলো।