উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২ রা মার্চ ২০২২ : বুধবার : নব গঠিত ময়নাগুড়ি পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা হলো বুধবার। ময়নাগুড়ির ১৭টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়। গত ২৭ ফেব্রুয়ারি ময়নাগুড়ি সহ রাজ্যের ১০৭ টি পৌরসভার নির্বাচন হয়। আর সেই পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হলো বুধবার।
এদিনের ফলাফলে ময়নাগুড়িতে একক ভাবে ১৬ টি ওয়ার্ডে তৃণমুল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হন। কিন্তু ময়নাগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সত্ৰাজিৎ বসুকে হারিয়ে জয় লাভ করেন নির্দল প্রার্থী তুহিন কান্তি চৌধুরী। এদিন ফলাফল ঘোষণা হতেই জলপাইগুড়িতে আনন্দ উৎসবে মেতে ওঠেন প্রার্থীরা সহ কর্মী সমর্থকরা। জয়ের আনন্দে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল প্রার্থীরা। সবুজ আবিরে নবগঠিত পৌরসভা। ময়নাগুড়ি প্রথম পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলো বুধবার আর তাতে ১৭টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়েছে। তার মধ্যে ১৬টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করেছেন। ময়নাগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে জয় লাভ নির্দল প্রার্থী তুহিন কান্তি চৌধুরী। কার্যত এই ফল ঘোষণার পরেই উৎসবে মেতে ওঠেন প্রার্থী সহ কর্মী সমর্থকরা। প্রথম পৌরসভা এবার তৃণমূলের দখলে বলা যেতেই পারে।