উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২ রা মার্চ ২০২২ : বুধবার : পুরো নির্বাচনে মালদায় দুটি পুরসভা দখল করলো তৃণমূল। বুধবার গণনার দিন বেলা গড়াতেই একের পর এক তৃণমূল প্রার্থীদের জয়ের ফলাফল ঘোষণা হতে থাকে। আর তখনই উল্লাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকেরা। সবুজ আবির থেকে শুরু করে আতশবাজির ফোয়ারা চলে মালদা শহরের গণনা কেন্দ্র মালদা কলেজ সংলগ্ন রবীন্দ্র এভিনিউ এলাকায়।
উল্লেখ্য, এবারের পুরো নির্বাচনে ইংরেজবাজার পুরসভার মোট ২৯ টি ওয়ার্ডের মধ্যে ২৫ টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। ৩টি পেয়েছে বিজেপি এবং ১টি ওয়ার্ড দখল করেছে নির্দল। অন্যদিকে পুরাতন মালদা পুরসভার মোট ২০টি ওয়ার্ডের মধ্যে ১৭ টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। ২টি ওয়ার্ড পেয়েছে বিজেপি এবং ১টি ওয়ার্ড দখল করেছে নির্দল। ইংরেজবাজার পুরসভার তৃণমূলের নেতা তথা চারবারের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যথাক্রমে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও বাবলা সরকার নিজেদের ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে পিছিয়ে নেই মহিলারাও। এবারে ইংরেজবাজার পুরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডের মহিলা প্রার্থী করেছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। যার মধ্যে ১৫ টি ওয়ার্ডের তৃণমূলের মহিলা প্রার্থীরা জয়লাভ করেছেন। সব থেকে বেশি ভোটে জিতেছেন ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী। তিনি বিজেপিকে ২৫০৩ ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে পুরাতন মালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভূতি ঘোষ ২৪৮৮ ভোটে জয়লাভ করেছেন। পুরো নির্বাচনে মালদার দুটি পুরসভার ফলাফল যে এমনটাই হবে তা আগে থেকে আশাবাদী ছিলেন দলের তৃণমূলের জেলা নেতৃত্ব। বুধবার পুরো নির্বাচনের ফল ঘোষণার পর গণনা কেন্দ্রের সামনে এসে উপস্থিত হন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী সহ অন্যান্য নেতা-নেত্রীরা জয়ী তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা জানান তাঁরা। তবে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব কাদের দেওয়া হবে সে ব্যাপারে এখনই পরিষ্কার করে জানায়নি দলের জেলা নেতৃত্ব। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার দুটি বিরোধী শূণ্য করার লক্ষ্য আমাদের ছিল। তবে যে ফল হয়েছে তাতেই আমরা খুশি। একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল দুটি পুরসভা দখল করেছে। আগামীতে এই দুই পুরসভার চেয়ারম্যানকে হবেন তা ঠিক করবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।