উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২ রা মার্চ ২০২২ : বুধবার : নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গোটা জলপাইগুড়ি জুড়ে চললো সবুজ আবিরের খেলা। বুধবার নির্বাচনী ফল ঘোষণার পর ময়নাগুড়ির প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই চললো এই আবির খেলা।
এদিন ময়নাগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ রায় বিপুল ভোটে জয় লাভ করেন। আর এরপর সবুজ আবিরে মাতলেন ওয়ার্ডের কর্মী সমর্থকরা। এদিন প্রার্থী মনোজ রায় দলীয় কার্যালয়ে আসতেই আবির এবং বাজনার সাথে বরণ করে নিজের ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে চলে মিষ্টি মুখ। এদিনের এই আনন্দ অনুষ্ঠান এবং তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে মনোজ রায় বলেন, মানুষ উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন। দিদির উন্নয়ন মুখী প্রকল্পে সমস্ত মানুষ উপকৃত হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। আমি অন্য ওয়ার্ডের বাসিন্দা হয়েও ১১ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে দু হাত তুলে আশীর্বাদ করেছেন এর জন্য আমি ধন্য।