উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৬ ই মার্চ ২০২২ : রবিবার : অবশেষে ইউক্রেন থেকে রবিবার বিকেলে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসার রেলগেটের বাসিন্দা সাদ্দাম হোসেন নিজের বাড়ি ফিরে এল। এই ঘটনায় সাদ্দামের পরিবার সহ খুশি গ্রামবাসীরা। ফিরে আসার পর ব্লক প্রশাসন সাদ্দামকে সম্বর্ধনা দিয়েছেন পাশাপাশি বাগডোগরা থেকে আনারও ব্যবস্থা করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
জানা গিয়েছে চালসার রেলগেটের বাসিন্দা জাহির হুসেনের পুত্র সাদ্দাম হুসেন ইউক্রেনের খারখিপ শহরে ডাক্তারি পড়তে গিয়েছিল। এর মধ্যেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বসে। সেই সময় সেখানকার সকল পড়ুয়ারা একটি বাঙ্কারে আশ্রয় নেয়। টানা দশদিন শুকনো খাবার খেয়ে তারা তারা বেঁচে থাকে। এরপর ভারত সরকার তাদের ফেরানোর ব্যবস্থা করে। প্রথমে তারা খারখিপ থেকে গোটা একদিন ট্রেনে করে পোল্যান্ড আসে। সেখানে তারা দুইদিন থাকে। এরপর সেখান থেকে বিমানে করে শনিবার রাতে নিউ দিল্লী পৌছয়। এরপর রবিবার দুপুরে নিউ দিল্লী থেকে বিমানে করে বাগডোগরায় এসে পৌছায়। সেখান থেকে বিডিও বিপ্লব বিশ্বাস তাদের গাড়ি করে বাড়ি আনার ব্যবস্থা করে। তবে বাড়ি ঢুকেই সাদ্দাম তার মা আমসিরা বিবি, বাবা জাহির হুসেনের খুশিতে চোখ দিয়ে জল বেড়িয়ে যায়। এদিন মেটেলির বিডিও ফুলের তোড়া দিয়ে সাদ্দামকে স্বাগত জানান। ইউক্রেনে সদ্দাম এই কটাদিন কি অবস্থায় ছিলো তা পরিবার এবং ব্লক প্রশাসনকে জানায়। তবে পরিবার সহ এলাকার মানুষ আজ ভীষণ খুশি।