উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধুপগুড়ি : ৬ ই মার্চ ২০২২ : রবিবার : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ঘরের ছেলে ঘরে ফিরলো মায়ের কোলে। সম্প্রতি প্রত্যন্ত গ্রামের ছাত্র আশিস বিশ্বাস ডাক্তারি পড়তে পারি দিয়ে ছিল ইউক্রেনে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরে নানা সমস্যা প্রতিকূলতাকে কাটিয়ে তুলে অবশেষে ভারত সরকারের তৎপরতায় বাড়িতে এসে পৌছয়। আর তাকে ঘিরে উচ্ছ্বাসে গ্রামবাসীরা। কাজীপাড়া বাজার থেকে বরণ করে বাড়িতে নিয়ে আসে গ্রামবাসীরা। উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার উপ পৌর পিতা রাজেশ কুমার সিং পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। তবে দীর্ঘ লড়াইয়ের পড়ে ঘরের ছেলে ঘরে ফেরায় শান্তি ফিরল গ্রামের।
ইউক্রেনের খারখিভ শহরে ডাক্তারি পড়তে গিয়েছিল ধূপগুড়ির গাদং এলাকার যুবক আশিষ সরকার। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে খারখিভ শহরে বাঙ্কারে আশ্রয় নিয়েছিল আশিষ। আর ঘরের হাফ কিলোমিটার দূরেই বিস্ফোরণ এবং গ্রেনেড হামলা হয় বলে জানা গেছে। এ নিয়ে চিন্তিত তার বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়ে তার মা এবং তার বাবা। অবশেষে ভারত সরকারের সহযোগিতায় পোল্যান্ডে আশ্রয় নেয় এবং পোল্যান্ড থেকে দিল্লিতে আসে রবিবার। আর তার দেশে ফেরার খবরে স্বস্তি পেয়ে ছিল বাড়ির সদস্যরা সহ গ্রামবাসীরা। অবশেষে ধুপগুড়িতে ফিরে আশার পর সকলে তাকে বরণ করে বাড়ির পথে এগিয়ে যায়।