উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৬ ই মার্চ ২০২২ : রবিবার : দীর্ঘ করোনা সংকট কাটিয়ে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। সোমবার থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের হাতে কলম ও ফুল তুলে শুভেচ্ছা জানালেন মাল পৌরসভার তরুণ কাউন্সিলর সুরজিৎ দেবনাথ।
গত বুধবার মাল পৌরসভার পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেই ঘোষণার পর দেখা যায় তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা সুরজিৎ দেবনাথ শহরের ৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিতেছেন। সেই সুরজিৎ দেবনাথ সহ ৫ নম্বর ওয়ার্ডের কর্মীরা রবিবার শহরের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যায়। সেখানে পরীক্ষার্থীদের হাতে কলম ও ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। সুরজিৎ দেবনাথ জানান, করোনা সংকট কাটিয়ে আবারও শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনে প্রথম বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছে। ভয় কাটিয়ে ভালো ভাবে পরীক্ষা দেওয়ার জন্য শুভেচ্ছা জানালাম। ওরা ভালো ভাবে পরীক্ষা দিক এই কামনা করছি।